শ্রীলঙ্কায় ২০১৮ সালের দাঙ্গার সময়ে ফেসবুক ব্যবহার করে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণাবাদী বক্তব্য ও গুজব ছড়ানো হয়েছে। অআর তার প্রমাণ পাওয়া গিয়েছে ফেসবুকের নিজস্ব তদন্ত রিপোর্টে। এরপরই ফেসবুক কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছে। এ বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার কনসালটেন্সি প্রতিষ্ঠান আর্টিকেল ওয়ান। সেখানে বলা হয়েছে, সামাজিক যোগাযোগের এই প্রযুক্তি কোম্পানিটির নিজস্ব তদন্তে এর প্রমাণ পাওয়া পরই ক্ষমা চেয়েছে। জানা গিয়েছে, এক বৌদ্ধ নাগরিককে হত্যা ও মুসলিম নাগরিকের দোকান পুড়িয়ে দেওয়ার জেরে ২০১৮ সালের শুরুতে শ্রীলঙ্কায় দাঙ্গা শুরু হয়। এর জেরে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়। অভিযোগ ওঠে বৌদ্ধ ধর্মাবলম্বী সংখ্যাগরিষ্ঠ দেশটিতে মুসলমান বিদ্বেষ ছড়িয়ে দিতে ফেসবুক ব্যবহার হচ্ছে। ফলে দাঙ্গা কবলিত এলাকা থেকে ফেসবুকে প্রবেশ বন্ধ করে দেয় শ্রীলঙ্কার সরকার। নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নেয় ফেসবুক কর্তৃপক্ষ। অর্থের বিনিময়ে এই দায়িত্ব পায় মানবাধিকার কনসালটেন্সি প্রতিষ্ঠান আর্টিকেল ওয়ান। সেই প্রতিবেদনে বলা হয়, ফেসবুকের উত্তেজনা সৃষ্টিকারী কন্টেন্ট থেকে মুসলমান বিরোধী দাঙ্গা শুরু হয়ে থাকতে পারে। পরে এক বিবৃতিতে ফেসবুক বলেছে, আমাদের প্লাটফর্ম অপব্যবহার হওয়ায় আমরা দুঃখিত। এর কারণে মানবাধিকারের ওপর সত্যিকার যে প্রভাব পড়েছে তা আমরা স্বীকার করছি এবং এ জন্য দুঃখ প্রকাশ করছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct