শিলিগুড়ি পুর কর্পোরেশনের প্রশাসকমণ্ডলীতে থাকছেন বামপন্থীরাই। রাজ্য সরকাররের তরফে শনিবার আবার একটি বিজ্ঞপ্তি জারি করে সেকথা জানানো হয়েছে। শিলিগুড়ি পুর কর্পোরেশনের মেয়াদ শেষ হচ্ছে ১৭ মে। তার আগে শুক্রবার প্রশাসকমণ্ডলীর নামের তালিকা সহ বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার। তাতে প্রশাসকমণ্ডলীতে পাঁচজন তৃণমূল কাউন্সিলর ছিলেন। কিন্তু বামেদের বিরোধিতার কারনে তাদেরকে অবশেষে বাদ দেওয়া হয়েছে। তাদের বাদ দিয়ে বাম কাউন্সিলরদের নিয়েই প্রশাসকমণ্ডলী গঠিত হচ্ছে।
এই প্রসঙ্গে অশোক ভট্টাচার্য জানিয়েছেন, ‘শিলিগুড়ি পৌর কর্পোরেশনের বোর্ড অফ অ্যডমিনিস্ট্রেশন গঠনের একটি রিভাইসড অর্ডার পেয়েছি। যেখানে আমাদের বিগত পৌরবোর্ডের মেয়র, ডেপুটি মেয়র এবং মেয়র পারিষদের সদস্যদের নিয়ে এই বোর্ড অফ অ্যডমিনিস্ট্রেশন পুনর্গঠিত হয়েছে। তৃণমূল কংগ্রেসের পাঁচজন নির্বাচিত কাউন্সিলরদের এর থেকে বাদ রাখা হয়েছে।
শনিবার বিকালে নতুন করে আরেকটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। যে তালিকায় শিলিগুড়ি পৌর কর্পোরেশনের প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান হিসাবে মেয়র অশোক ভট্টাচার্যের নাম প্রস্তাব করে বর্তমান বামপন্থী পৌরবোর্ডের সদস্যদেরই রাখা হয়েছে। প্রশাসকমণ্ডলীর সদস্য হিসাবে ডেপুটি মেয়র রামভজন মাহাতো, মেয়র পারিষদ সদস্য মুন্সি নুরুল ইসলাম, কমল আগরওয়াল, মুকুল সেনগুপ্ত, শরদিন্দু চক্রবর্তী এবং ড. শঙ্কর ঘোষের নাম প্রস্তাব করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct