করোনা সংক্রমণের সংখ্যায় ইতিমধ্যে চিনকে চাপিয়ে গেছে আমাদের দেশ ভারতে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৪ ৯৮৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এনিয়ে সারা দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০৯২৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট সূত্রে এখবর জানা গেছে।
সরকারি সূত্র বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১২০ জনের। মোট মৃত্যু হয়েছে ২৮৭২ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৪ হাজারের বেশি জন। এনিয়ে দেশটিতে করোনায় সুস্থ হওয়ার হার দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৫১ শতাংশ। করোনায় আক্রান্তের তালিকায় দেশের মধ্যে মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, গুজরাটের অবস্থান উপরে। মহারাষ্ট্রে এ পর্যন্ত ১১৩৫ জনের মৃত্যু হয়েছে করোনায়। গত ২৪ ঘণ্টায় বেশ কয়েকটি আক্রান্তের সংখ্যা রেকর্ড হারে বেড়েছে। আর তা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct