সুপ্রিম কোর্ট বলেছিল, হেঁটে যাওয়া পরিযায়ী শ্রমিকদের উপর নজরদারি সম্ভব নয়। সেই, বাস্তবতার মধ্যে বড় দুর্ঘটনার কবলে পড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২৪ পরিযায়ী শ্রমিকদের। এই দুঃখ জনক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের অউড়িয়া জেলায়। দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২৪ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলেও আহত হয়েছেন ৩৫ জন। তাদের মধ্যে ১৫ জন শ্রমিকের অবস্থা গুরুতর। শুক্রবার ভোরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
জানা গেছে, লকডাউনের জেরে কাজ হারানো পরিযায়ী শ্রমিকরা রাজস্থান থেকে ট্রাক ভাড়া করে ঘরে ফিরছিলেন। হরিয়ানা থেকেও বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিকরা উঠেছিলেন ওই ট্রাকে। এছাড়া ছিল বিহার, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গের শ্রমিকরাও। তবে বিস্তারিত এখনো দেয়নি উত্তরপ্রদেশ পুলিশ। এই ঘটনায় কয়েকজন সরকারি অফিসারকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন যোগী আদিত্যানাথ সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া সিপিআইএম, কংগ্রেসের তরফেও দুঃখপ্রকাশ করা হয়েছে। তবে কোনো ক্ষতিপূরণ ঘোষণা হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct