শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ আমডাঙ্গার তেঁতুলিয়াতে এক পুলিশ কনস্টেবল গুলিতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠল। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত হলেন বিধান নগরের এডিশনাল ডিসি'র দেহরক্ষী সন্তোষ পাত্র। তিনি নিজের সার্ভিস রিভলবার দিয়ে সুমন্ত মন্ডল ও অরূপ মন্ডল নামে দুই ভাইকে গুলি করে মারে বলে অভিযোগ। সন্তোষ পলাতক। তাকে খুঁজে পেতে পুলিশ সন্ধানে নেমেছে।
স্থানীয় মানুষদের প্রাথমিক অনুমান, সম্পত্তি গত বিবাদের জেরে এই খুন। চাষবাসের সাথে যুক্ত মধ্যতিরিশের দুই ভাসিয়ে বাবার মাছের ব্যবসা রয়েছে। দুই ভাইকে সম্পত্তিগত কারণে পুলিশকর্মী সন্তোষ পাত্র খুন করেছেন বলে ধারণা করা হচ্ছে। রাত সাড়ে দশটা নাগাদ আমডাঙ্গার তেঁতুলিয়াতে এই গুলিচালনার ঘটনা ঘটে। জানা গেছে, প্রথমে বাজির শব্দ ভাবলেও তেঁতুলিয়ার ঠাকুরতলায় এসে এলাকাবাসীরা চাপ চাপ রক্তের পাশে নিথর দেহ দুটির শরীরে গুলির দাগ দেখতে পায়। এলাকাবাসীরাই আমডাঙ্গা থানায় খবর দেয়। রক্তাপ্লুত দুই যুবককে বারাসাত হাসপাতালে নিয়ে আসা হলে তাদের একজনকে সঙ্গে সঙ্গে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অপরজন অল্প সময়ের ব্যবধানে চিকিৎসা শুরুর আগেই মারা যান। এ ব্যাপারে বারাসাতের পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় ফোনে জানান, জোড়াখুনের অভিযোগ জমা পড়েছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। তার সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct