ইরান থেকে জ্বালানি তেলবাহী একটি জাহাজ ভেনিজুয়েলায় যাচ্ছে বলে খবর। আর খবর প্রকাশিত হওয়ার পর পরই উত্তেজিত হয়ে পড়েছে আমেরিকা। কারণ এর উপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা রয়েছে। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, এই ‘অনাহূত’ ঘটনার বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নেবে ওয়াশিংটন।
সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি পতাকাবাহী একটি তেল ট্যাংকার ‘ক্ল্যাভেল’ ভেনিজুয়েলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। ওই খবরে বলা হয়েছে, গত মার্চ মাসের শেষ নাগাদ ট্যাংকারটি তেল সংগ্রহ করে বুধবার সুয়েজ খাল অতিক্রম করে আটলান্টিক মহাসাগরে প্রবেশ করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইরানের তেল বিক্রির এই প্রচেষ্টার বিরুদ্ধে ওয়াশিংটন ব্যবস্থা নেয়ার কথা বিবেচনা করছে। তিনি আরও বলেন, মার্কিন সরকার ‘এ ব্যাপারে প্রায় নিশ্চিত’ যে, আর্থিক সংকটে জর্জরিত ভেনিজুয়েলা সরকার এই তেলের বিনিময় হিসেবে ইরানকে স্বর্ণ প্রদান করবে।
অজ্ঞাত ওই মার্কিন কর্মকর্তা দাবি করেন, “এটি যে শুধু আমেরিকার কাছে একটি অনাহূত বিষয় তাই নয় বরং ল্যাটিন আমেরিকার দেশগুলির কাছেও এ ঘটনা অনভিপ্রেত। আমরা ভেবে দেখছি এর বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়া যায়।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct