দেশে করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে বেড়ে চলেছে তা যথেষ্ট উদ্বেগজনক। ইতিমধ্যে করোনা আক্রান্তের সংখ্যা চাপিয়ে গেছে চিনকে। শনিবার ভোরে বিভিন্ন রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পক্ষ থেকে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে একথা জানিয়েছে সংবাদ সংস্থা। শেষ খবর পাওয়া পর্যন্ত, ভারতের আক্রান্ত সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮৫৯৪০। যদিও চিনে মোট আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৯৩৩। এখন সংক্রামিতের নিরিখে বিশ্বে ১১তম স্থানে রয়েছে ভারত। সামনে থাকা ১০টি দেশেই সংক্রমণের শিকার লক্ষাধিক। চতুর্থ দফা লকডাউনে ছাড় বাড়ানোর একাধিক পরিকল্পনার মধ্যে এই পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগজনক।
তবে মৃতের সংখ্যার তুলনায় চীনের থেকে অনেক পিছিয়ে ভারত। চিনে ৪৬৩৩ জনের মৃত্যু হলেও থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে ভারত। কারণ এ পর্যন্ত দেশে মৃতের সংখ্যা ২৭৫২। স্বাস্থ্য মন্ত্রকের হিসেবে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত বেড়েছিল ৩৯৬৭ জন। যা চলতি সপ্তাহে সোমবারের পর সবচেয়ে বেশি। মোট সংক্রামিত ৮১ হাজার ৯৭০। একদিনে মারা গিয়েছেন ১০০ জন। ফলে দেশে করোনায় প্রাণহানির ঘটনা বেড়ে হয়েছে ২ হাজার ৬৪৯। সুস্থ হয়ে উঠেছেন ২৭ হাজার ৯২০ জন। সুস্থতার হার ৩৪ শতাংশ ছাড়িয়েছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, দেশের ৩০টি পুরসভা এলাকাতেই ৭৯ শতাংশ আক্রান্তের সন্ধান মিলেছে। করোনা পরীক্ষা ও কন্টেইনমেন্টের ব্যবস্থা বাড়ায় আক্রান্ত হু হু করে বাড়ছে। বিশেষ করে কেরল, মণিপুর, গোয়ার মতো রাজ্য ক’দিন আগেও করোনা মুক্ত হওয়ার পথে ছিল। সেই মণিপুরে একটি কোয়ারেন্টাইন কেন্দ্র সিল করে দেয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct