সংযুক্ত আরব আমিরশাহিতে ভিক্ষে করা আইনত অপরাধ। তার পরেও সহজে উপার্জনের আশায় রাস্তার ধরে ইতিউতি অনেকই ভিক্ষের ঝুলি হাতে দাঁড়িয়ে পড়েন। তবে ভিক্ষুকের সারিতে বেশিরভাগ ভিনদেশিরাই। চলতি বছরে রমজানের শুরু থেকেই দুবাই পুলিশ ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে জোরদার অভিযানে নেমেছে। শুধু তাই নয় এ পর্যন্ত ২৪২ জনকে গ্রেফতারও করা হয়েছে।
বৃহস্পতিবার দুবাই পুলিশের এক পদস্থ কর্তা এই গ্রেফতারির কথা জানিয়েছেন। ধৃতদের মধ্যে বেশির ভাগই বিভিন্ন দেশের নাগরিক। দুবাই পুলিশের অনুপ্রবেশকারী দফতরের ডিরেক্টর কর্নেল আলি সালেম এদিন জানান, ২৪২ জনের মধ্যে ১৪৩ জন পুরুষ, ২১ জন মহিলা ভিক্ষুক রয়েছে। এছাড়াও ফুটপাথে হকারির করার অভিযোগে ৭৮ জন গ্রেফতার হয়েছে।
কর্নেল জানান, নির্দিষ্ট কয়েকটি জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে। রাস্তায় কাউকে ভিক্ষাবৃত্তি করতে দেখলে, ৯০১ ডায়াল করতে বলা হয়েছে। কর্নেল মনে করছেন, ভিক্ষাবৃত্তির সঙ্গে ডাকাতির মতো বড় অপরাধের সম্পর্ক থাকতে পারে।
ভিক্ষাবৃত্তির অভিযোগ জানাতে দুবাই পুলিশ অ্যাপ Police Eye Service ব্যবহার করতে বলেছেন কর্নেল সালেম। তাঁর কথায়, আপনি যদি সত্যিই কোনও দুঃস্থ-গরিব লোকজনকে আর্থিক ভাবে সাহায্য করতে চান তাহলে যা সব স্বীকৃত সংস্থা আছে তাদের মাধ্যমে দান করুন। তাতে আপনার দেন ঠিক জায়গায় পৌঁছবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct