বেশ কয়েক দিন ধরে পরিযায়ী শ্রমিক নিয়ে বঙ্গ রাজনীততে চাপানোতোর শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি দাবি করেন কর্মসূত্রে ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের বাংলায় ফেরাতে কোনও ব্যবস্থা নিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার৷ ওই দিন দুপুরে সাংবাদিক বৈঠকে করে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এই ঘটনাকে মিথ্যা বলছে। এই বঙ্গ রাজনীতিতে শুরু হয় নানান শাসক বিরোধী বিতর্ক৷ সেই সমস্ত বিতর্কে জল ঢেলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷। ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ঘরে ফেরাতে বড়সড় উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে জানান পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে রাজ্য সরকার ১০৫ টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করছে৷ কোথা থেকে কবে এই সমস্ত ট্রেনগুলি চলবে তার পূর্ণাঙ্গ তালিকা ও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct