করোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে আমেরিকায়। সংক্রমণ আটকাতে গত কয়েকমাস ধরে লকডাউনে থাকতে থাকতে বিরক্ত মার্কিনীরা। লকডাউনের বিরুদ্ধে সেখানে বিক্ষোভও হচ্ছে। এবার লকডাউন বিরোধীরা কাঁধে রকেট লঞ্চার ও পিস্তল নিয়ে রাস্তায় নেমে এসেছেন। নর্থ ক্যারোলিনায় ঘটেছে এমন ঘটনা।
রাস্তায় নেমে, শুধু হাঁটা নয়। স্যান্ডউইচ খেতেও দেখা যায় দলটিকে। #মিলটিমসিক্স হ্যাশটাগে ট্যুইটারে সে-ছবি পোস্ট হতেই ঝড় ওঠে ইন্টারনেটে। ওই ১১ জনের বক্তব্য, 'এটা প্রতিবাদ নয় কখনোই। বলতে পারেন জমায়েত। একজন আমেরিকান হিসেবে ঈশ্বর প্রদত্ত স্বাধীনতাকে সমর্থন জানাতেই আমরা পথে নামি।' এক সাক্ষাত্কারে লকডাউন বিরোধীরা জানান, তাজা বাতাস প্রাণভরে শ্বাস নিতে, সূর্যের আলো গায়ে মাখতেই আমরা পথ হেঁটেছি। আমরা শান্তিপূর্ণ একটি দল। যে কোনও মূল্যে এই শান্তি ধরে রাখতে চাই। আমরা লড়াই চাই না। বরং উল্টোটাই চাই। মুখে হাসি বজায় রেখে, হাতে হাত মিলিয়ে, বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ আমরা চাই।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct