ঈদ ফিতরের আগের দিন থেকে মোট ৫ দিন সৌদি আরব জুড়ে লকডাউনের ঘোষণা করল তাদের দেশের সরকার। করোনার বিস্তার ঠেকাতে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৬ এপ্রিল মক্কা ও এর আশপাশের এলাকা বাদে অন্যসব জায়গায় কারফিউ শিথিল করা হয়েছিল, সেটির সময়সীমা ১৩ মে থেকে বৃদ্ধি করে ২২ মে পর্যন্ত করা হয়েছে। এর আওতায়ই ৯টা-৫টা নাগাদ মানুষজন চলাচল এবং দোকানপাট খোলা রাখতে পারবে। মক্কায় এখন পূর্ণ কারফিউ বহাল আছে। এর আগে ২ এপ্রিলের দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদ, মক্কাসহ অন্য বড় শহরগুলোতে ২৪ ঘণ্টার কারফিউ জারি হয়েছিল। প্রাথমিকভাবে শহরগুলোতে ১৫ ঘণ্টার কারফিউ জারির পর তা বাড়ানো হয়েছিল। কিন্তু রমজান মাসের শুরুতে তা শিথিল করা হয়। তবে করোনা ভাইরাসের প্রকোপ বেশি এমন এলাকাগুলো পূর্ণ লকডাউনেই রাখা হয়েছিল। সৌদি আরবে এ পর্যন্ত মোট করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৯২৫ এবং মারা গিয়েছেন ২৬৪ জন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct