যুবকদের একটা বিশাল অংশ ধূমপান করায় করোনা ভাইরাসে অধিক হারে আক্রান্ত হচ্ছেন। আর সে কারণে মহিলাদের তুলনায় পুরুষের আক্রান্তের হার অনেক বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও রোগ গবেষণা কেন্দ্র- আইইডিসিআর প্রকাশিত এক ইনফোগ্রাফের তথ্য নিয়ে বিশ্লেষকরা বলছেন, ' তামাক সেবনকারীদের আক্রান্তের হার বেশি হওয়ার কারণ হলো তাদের ফুসফুস দুর্বল থাকে।' স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও রোগ গবেষণা কেন্দ্র (আইইডিসিআর) এর ওয়েবসাইটে তুলে ধরা তথ্য মতে, মহিলাদের চেয়ে পুরুষদের মধ্যে করোনা সংক্রমণ বেশি ।
বর্তমানে দেশে ৬৮ শতাংশ পুরুষ এবং ৩২ শতাংশ মহিলা করোনা ভাইরাসে আক্রান্ত। বয়সভিত্তিক বিশ্লেষণ বলছে, ২১-৩০ বছর বয়সীদের করোনা শনাক্ত হচ্ছে বেশি। এ জনগোষ্ঠীর ২৬ শতাংশই করোনা আক্রান্ত। তবে বৃদ্ধদের আক্রান্ত সংখ্যা কম হলেও মৃত্যু বেশি ঘটছে। ৬০ বছরের ওপরে জনগোষ্ঠীর মৃত্যুর হার ৪২ শতাংশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct