আইপিএল বেশ জনপ্রিয় আমাদের দেশে।।কম ওভারের ক্রিকেট প্রতিযোগিতা এখন সারা বিশ্বের জনপ্রিয়তার তুঙ্গে। কিন্তু সব জলে ফেলে দিয়েছে করোনা সংক্রমণ। এর ফলে লকডাউন সারা দেশে। তাই ২৯ মার্চ আইপিএল শুরু হওয়ার কথা থাকলেও তা এখন বিশ বাঁও জলে। তাই সময় যত গড়াচ্ছে, আইপিএল নিয়ে অনিশ্চয়তাও তত বাড়ছে। আর বাড়ছে বিসিসিআই কর্মকর্তাদের চিন্তা। সম্ভাব্য ক্ষতির অঙ্কটা এত বড় যে দুর্ভাবনার কারণ আছে বটে! এবার আইপিএল না হওয়ার ফলে চার হাজার কোটি টাকার রাজস্ব হারানোর আশঙ্কা করছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
পরিস্থিতি বলছে এবারের আসর বাতিল হয়ে যাওয়ার শঙ্কাও আছে। সেই অনিশ্চয়তা ফুটে উঠল বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধামালের কণ্ঠে, ‘বিসিসিআই আশঙ্কা করছে বড় অঙ্কের রাজস্ব হারানোর। আইপিএল যদি না হয়, ক্ষতির পরিমাণ হবে চার হাজার কোটি টাকার কাছাকাছি বা আরও বেশি। আমরা নিশ্চিত নই, এবার টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে কিনা।’
আইপিএল না হলে শুধু বোর্ডের নয়, ক্ষতি ক্রিকেটারদেরও। আর্থিক দিক থেকে সবচেয়ে বড় ক্ষতি ব্রডকাস্টারদের। পাঁচ বছরের জন্য ২২ কোটি ডলারে টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পেয়েছে স্টার স্পোর্টস। তাদের আশা ছিল ৪০ কোটি ডলার যায় হবে আইপিএল থেকে। তা এবার বরবাদ হতে চলেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct