কেন্দ্রীয় সরকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে শ্রমিক স্পেশাল ট্রেন চালু করলেও রাজধানী এক্সপ্রেসের মতো ভাড়া হওয়ায় অনেকেই পায়ে হেঁটে বাড়ি ফিরে চলেছেন। আর তা করতে গিয়ে পাথেয় মৃত্যু হচ্ছে। কারো মৃত্যু হচ্ছে হাঁটা পথ সহ্য না হওয়ায়, কারো পথ দুর্ঘটনায়। এবার মহারাষ্ট্রের মুম্বাই থেকে উত্তরপ্রদেশের উন্নাও তে পায়ে হেঁটে আসতে গিয়ে বাসের ধাক্কায় কমপক্ষে আটজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশ পুলিশ জানিয়েছে, ওই বাসটি মধ্যপ্রদেশের গুনা থেকে গুজরাটের রাজধানী আহমেদাবাদ যাচ্ছিল। গুনা বাইপাস রোড এলাকায় জোরে বাসটি যাওয়ার সময় পরিযায়ী শ্রমিকদের ধাক্কা মারে। মুম্বই থেকে পরিযায়ী শ্রমিকরা তখন উত্তরপ্রদেশের উন্নাওয়ের রাস্তা দিয়ে বাড়ির পথে হাঁটছিলেন।
জানা গেছে ১০০ কিলোমিটার হেঁটে পাড়ি দিচ্ছিল ৭০ জনের এক পরিযায়ী শ্রমিকের দল। কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ৮ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে ও আহত হয়েছেন ৫৪ জন। ভোর ৩টে নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct