লকডাউনের মধ্যেই বিদ্যুৎ নাথাকে চরম কষ্ট পাচ্ছিলেন মুর্শিদাবাদের কিছু এলাকার মানুষ। তার মধ্যে রয়েছে সামসেরগঞ্জ। এই এলাকারবিধানসভার উত্তর ও মধ্য চাচন্ড এলাকায় একদিকে বিদ্যুৎ থাকছে না, অন্যদিকে লো ভোল্টেজ। সবে মিলে বিদ্যুতের নানান সমস্যায় এলাকাবাসীর দুর্ভোগের শেষ চিক না। স্থানীয় বিদ্যুৎ দফতরে জানালেও তার কোনো পরিবর্তন হয় নি। সংখ্যালঘু প্রধান এই এলাকায় তাই রোজার মধ্যে কষ্ট পাচ্ছিলেন মানুষ। তারা তখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে কৌশল নেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীকে এ নিয়ে অভিযোগ জানাবেন। এর পর বেশ কয়েকটি এলাকার মানুষ রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের মোবাইল নাম্বার জোগাড় করে হোয়াটসঅ্যাপ করেন। আর তাতেই কাজ দেয়।
বুধবার দেখা যায় চাচন্ড গ্রামে প্রশাসনিক আধিকারিকদের ছুটে যেতে। ছুটে আসেন সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ওসি অমিত ভকত, বিদ্যুৎ দফতরের স্টেশন ম্যানেজার মাসুদ আল হাসান, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মোহাম্মদ তাসিরুদ্দিন, কর্মাধক্ষ রফিকুল আলম প্রমুখ। তারপর আশ্বাস দেন বিদ্যুৎ সমস্যা অচিরেই মিটে যাবে। এরপর বিদ্যুতের উন্নতি দেখা যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct