কেন্দ্রীয় সরকার তৃতীয় লকডাউন ঘোষণার পর কিছু দোকানপাট খোলায় বিধিনিষেধ শিথিল করেছে। যদিও বলা হয়েছিল রাজ্যগুলি তাদের সুবিধা মতো নিয়ম শিথিল করতে পারে। এবার সেই পথে এগোল দক্ষিণ ২৪ পরগনার বারুপুর প্রশাসন। সম্প্রতি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এক বৈঠকে বসেছিল বারুইপুরে মহকুমা শাসক সহ স্থানীয় প্রশাসন। ছিলেন জেলাপরিষদের সদস্যরা সহ বারুইপুর পুরসভার পদাধিকারীরাও। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দোকানপাট খোলায় কিছু নিয়ম বদল করা হয়েছে। বারুইপুরে আপাতত দোকান খোলার সময় ছিল সকাল ৬ টা থেকে ৯টা। বুধবার থেকে তা পরিবর্তন করে বেলা ১১টা করা হয়েছে। সকালে বারুইপুরে বাজার বসায় প্রচুর ভিড় হতো। তাই ভিড় এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে জেলার অন্য জনবহুল এলাকায় এভাবে দোকান খোলা থাকবে কিনা তা জানা যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct