লকডানের ফলে বন্ধ রয়েছে শিল্প-কলকারখানা। ফলে ক্ষতির সম্মুখীন বিভিন্ন উৎপাদনকারী সংস্থাগুলি। টানা ৪০ দিনেরও বেশি সময় ধরে কাজকর্ম বন্ধ রাখার পর হরিয়ানার মানেসর কারখানায় গাড়ি তৈরির কাজ শুরু করেছে দেশের সর্ববৃহৎ গাড়ি উৎপাদনকারী সংস্থা মারুতি সুজুকি।
৪০ দিন বন্ধ থাকার পর আবার মানেসরে মারুতির কারখানায় গাড়ি তৈরির কাজ শুরু হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন কলকারখানায় কর্মীরা। তবে শুধু ৭৫ শতাংশ কর্মীদের নিয়ে কাজ শুরু হয়েছে।
মারুতি সুজুকি চেয়ারম্যান আরসি ভার্গব জানিয়েছেন, মানেসরের কারখানায় মঙ্গলবার থেকে আবার উৎপাদন শুরু হয়েছে। তবে সসম্পূর্ণ ভাবে এখনি কাজ শুরু হচ্ছে না। তিনি আরও জানিয়েছেন, গুরুগ্রামের কারখানায় কাজ শুরু করার অনুমতি দিয়েছে প্রশাসন। তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে সেখানে কাজ শুরু করা হবে না। স্বাভাবিকভাবে এখন দেশে গাড়ি বিক্রি করার মতো পরিবেশ তৈরি হয়নি। তাই এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গত ২২ মার্চ থেকে থেকে কাজ বন্ধ ছিল মারুতি সুজুকির গাড়ি উৎপাদনকারী কলকরখানা গুলিতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct