রেশন দুর্নীতি কোনোভাবেই বরদাস্ত না করার হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা সত্ত্বেও রেশনে দুর্নীতির ভুরি ভূরি অভিযোগ। ইতিমধ্যে রাজ্য সরকার বহু রেশন ডিলারের লাইসেন্স বাতিল করেছে। তবুও কিছু জায়গায় রেশন নিয়ে এক অদ্ভুত কান্ড চলছে। এমনকি রেশনের সামগ্রী নিয়েও বিস্তার অভিযোগ। এবার অভিযোগ উঠল রেশনে যে আটা দেওয়া হচ্ছে তাতে নাকি আঠা জাতীয় কিছু মেশানো আছে, যার কারনে জালে গুললেই আঠা আঠা বা রাবার জাতীয় দ্রব্য মিলছে। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে কোচবিহার ২নম্বর ব্লকের মধুপুর গ্রাম পঞ্চায়েত চন্দন চৌড়া গ্রাম সহ তুফানগঞ্জ ১এবং ২নং ব্লকের বিভিন্ন গ্রামীণ এলাকায়। গ্রামীণ মানুষের অভিযোগ খাবার জন্য সরবরাহ করায় আটায় রাবার জাতীয় কোন বস্তুর মিশ্রণ রয়েছে। আটাকে জলে গলানোর পর তা একটি চটচটে রাবার জাতীয় আঠালো পদার্থে পরিণত হচ্ছে। এই ঘটনায় এক ভয়াবহ আতঙ্ক ছড়িয়েছে সংশ্লিষ্ট এই গ্রামে। গ্রামবাসীর অভিযোগ এই আটার তৈরি রুটি খেয়ে অনেকেই পেটে ব্যথা অনুভব করছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct