গত ২৯ এপ্রিল মারনঘাতি ক্যান্সার কেরে নিয়েছে ইরফান খানকে। ইরফান খান না ফেরার দেশে চলে গেছেন এটা মেনে নিতে পারছে না লগতপুর বাসী। মহারাষ্ট্রের অন্ততগত একটি গ্রামের নাম লগতপুর। এই গ্রামবাসীর কাছে ইরফান শুধুমাত্র বড়ো পর্দার হিরো নয়, রিয়্যাল লাইফ হিরো। গ্রামে সিনেমা হল না থাকার ফলে গ্রামবাসী ইরফানের ছবি দেখবার জন্য ৩০ কিলোমিটার দূরে যেত।
লগতপুরে গরিব পরিবার থেকে শুরু করে গ্রামের দরিদ্র শিক্ষার্থীদের নানা ভাবে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। গ্রামবাসীর যেকোনো অসুবিধেতে, যেকোনো সমস্যাতে ইরফান পাশে ছিলো।
তাঁর স্বরনে তাঁর অবদানের কথা মাথায় রেখে নিজেদের গ্রামের নাম বদলে দিলো লগতপুর গ্রামবাসী। ইরফানের স্মৃতিতে লগতপুর গ্রামের নতুন নাম হতে চলেছে "হিরো-চি-ওয়াদি"। মারাঠি ভাষায় হিরো-চি-ওয়াদি মানে হিরোর প্রতিবেশী।
গ্রামটির এক নেতা জানান, 'যখনই প্রয়োজন হয়েছে, ইরফান ভাই আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমাদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে। স্কুলের পরিকাঠামোর উন্নতি করেছে। ছাত্র -ছাত্রী দের বই কিনে দিয়েছেন। তিনি আমাদের অভিভাবকের মতো। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে আমরা আজীবনের মতো গ্রামের নাম বদলে দিয়ে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct