সোমবার বঙ্গোপসাগরের বুকে মিললো সন্দেহভাজন বোটের হদিশ।দেশের স্বাধীনতা দিবস আর কয়েক দিন পরে।তার আগে জল পথে সন্দেহ ভাজন বোটের সন্ধান পাওয়ায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছোড়িয়েছে।ঘটনাটা জানার পরেই মৎস্য দফতর থেকে হলদিয়া উপকুল রক্ষী বাহিনী ও জুনপুট কোস্টাল থানার সাথে যোগাযোগ করা হয়।উপকুল রক্ষী বাহিনী ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে
জানা গেছে দিন চারেক আগে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল 'এফবি এমএ ধনেশ্বরী এম এম থ্রিটুটুত্রি'-নামে এক ফিশিং বোট।সেই বোটের এক মৎস্যজীবী কাঁথি-১ ব্লকের বগুড়ান জলপাই মৎস্য খটি থেকে প্রায় আট নটিক্যাল মাইল দূরে একটি কালো রঙের বোটকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে।তারপরেই এফবি এমএ ধনেশ্বরী এম এম থ্রিটুটুত্রি বোটের
মৎস্যজীবিরা পূর্ব মেদিনীপুর জেলার মৎস্য দফতরে জানায়।পূর্ব মেদিনীপুর জেলার সহ-মৎস্য অধিকর্তা (মেরিন) রামকৃষ্ণ সর্দার বলেন,"ওই সন্দেহজনক বোটটি ২১ ডিগ্রী ৪১ এন এবং ৮৭ ডিগ্রী ৪৯ ই-তে রয়েছে।সেই বোটে জাল-সহ মাছ ধরার কোন সামগ্রী নেই বলে আমরা জানতে পেরেছি ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct