মুসলিম মহিলাদের বোরখা পরা নিষিদ্ধ ফ্রান্সে। সম্প্রতি আইন করে ফ্রান্সে বোরখা পরা নিষিদ্ধ করা হয়েছিল। মারণঘাতী নভেল করোনা ভাইরাস এবার সেই পরিস্থিতি পুরোপুরি বদলে দিয়েছে। করোনা সংক্রমিত হওয়ার পর ফ্রান্সের নাগরিকরা এখন মুখ ঢেকে চলাফেরা করতে বাধ্য হচ্ছেন। এমনকি মুখোশ না পরে বা মুখ না ঢেকে চলাফেরা করলে ১৫০-১৬৫ ইউরো পর্যন্ত জরিমানা করা হয়েছে। যদিও বোরখা পরা নিষিদ্ধই থাকছে।
রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রন একটি স্কুলের অনুষ্ঠানে ফরাসী পতাকার নীল, সাদা এবং লাল ফিতে দিয়ে সজ্জিত একটি নেভির মুখোশ পরেছিলেন। মুখের আচ্ছাদনের নকশাটি দেখে মনে হতে পারে, যে তারা স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের আদর্শগুলোর উপর জোর দিয়েছে। এক সমীক্ষায় দেখা গিয়েছে, ফ্রান্সের ৯৯ শতাংশ মানুষ মুখোশ পরাকে সমর্থন করেছেন। ফ্রান্সে যে ২৬ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে এই সিদ্ধান্ত বদলের পেছনের তার বড় ভুমিকা রয়েছে। মুখ ঢাকা বাধ্যতামূলক করা হলেও বোরখা পরায় নিষেধাজ্ঞা বহাল থাকছে জানিয়ে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে করোনা মাহামারির কারণে লোকদের মুখ ঢেকে চলতে হবে। এ সময় মুখ না ঢাকা থাকলে অন্যদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। তবে এমন মুখোশ দিয়ে মুখ ডাকতে হবে যেটা ধর্মীয় প্রতিনিধিত্ব করে না। এই আইন লঙ্ঘন করলে ১৫০-১৬৫ ইউরো পর্যন্ত জরিমানা করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct