মারণ ভাইরাস করোনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ঘৃণা বয়ে চলেছে। একই সঙ্গে বিদেশিদের ভয় পাওয়া, কাউকে বলির পাঁঠা বানানো এবং আতঙ্ক ও গুজব ছড়ানো হয়েছে বলে মন্তব্য করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে গুতেরেস বলেন, ‘রাস্তায় বিদেশিবিরোধী দৃষ্টিভঙ্গি বেড়েছে, ইহুদিবিরোধী ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়েছে, এবং কোভিড-১৯ সম্পর্কিত মুসলিমবিরোধী হামলার প্রচুর ঘটনা ঘটেছে। ভারতে অভিবাসী, শরণার্থী ও মুসলিমদের ভাইরাসের সূত্র হিসেবে অপবাদ দেওয়া হয়েছে। তারপর সময় মতো তাদের চিকিৎসা দেওয়া হয়নি। সবচেয়ে বেশি সমস্যায় রয়েছেন বয়স্করা। তাদের মেরে ফেলা যেতে পারে বলেও নিন্দনীয় মিমও ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়।’
সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, ত্রাণ ও মানবাধিকার কর্মীরা তাদের কাজ করছেন বলে তাদেরও টার্গেট বানানো হচ্ছে বলেও মন্তব্য করেন জাতিসংঘের মহাসচিব। এসময় সব মানুষের প্রতি সংহতি দেখাতে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া বর্ণবাদী, নারীবিদ্বেষসহ অন্যান্য ক্ষতিকর কন্টেন্ট সরিয়ে ফেলতে গণমাধ্যম, বিশেষ করে সামাজিক মাধ্যমের প্রতি আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব। গুতেরেস আরও বলেন, ‘যে যেখানে আছেন সবাইকে ঘৃণার বিরুদ্ধে দাঁড়াতে, একজন আরেকজনকে সম্মান দেখাতে এবং দয়া ছড়ানোর সব সুযোগ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। আমরা কে, কোথায় থাকি, কী বিশ্বাস করি কিংবা অন্য কোনো বৈশিষ্ট্যের, তার কিছু পরোয়া করে না কোভিড-১৯।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct