ক’দিন আগে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি পোস্ট করেছিলেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। শুধু তাই নয়, এই পোস্টের জন্য তাঁর বিরুদ্ধে উঠেছে চুরির অভিযোগও। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে ট্রোলিং শুরু হয়েছে। ইন্দ্রজিৎ মণ্ডল নামে জনৈক শিল্পী পেনসিল ও পেন দিয়ে রবীন্দ্রনাথের একটি স্কেচ এঁকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেই একই ছবি নিজের ইনস্টা ও ফেসবুক পেজে শেয়ার করেন নুসরত, সঙ্গে নিজের ছবি জুড়েছেন। নুসরাতের সেই পোস্টে মূল ছবির শিল্পীর কোনও উল্লেখ না থাকায় শুরু হয়ে যায় ট্রোলিং। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে নুসরত বললেন, ‘আমি ইন্টারনেট থেকে ছবিটা নিয়েছিলাম, যেখানে শিল্পীর নাম উল্লেখ করা ছিল না। এ রকম ছবি ইন্টারনেটে প্রচুর রয়েছে। ওই চিত্রশিল্পীকে অসম্মান করা আমার উদ্দেশ্য ছিল না, যেখানে আমি নিজে একজন শিল্পী।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct