কদিন আগে কাশ্মীরের হান্ডওয়ারায় ভারতীয় সেনা বাহিনীর জওয়ানদের ওপর হামলা চালিয়েছিল পাকিস্তানে আশ্রিত জঙ্গিরা। এরপরই নিহত জওয়ানদের আত্মত্যাগ বৃথা যাবে না বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মাঝে বেশ কয়েকদিন ধরেই কাশ্মীর সীমান্ত দিয়ে আকাশে উড়ছে পাকিস্তানি যুদ্ধবিমান। জানা গিয়েছে, হান্ডওয়ারায় ভারতীয় সেনার ওপর জঙ্গি হামলার ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছে পাকিস্তান। প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পর থেকে তারা ভারতের পক্ষ থেকে পাল্টা হামলার আশঙ্কায় রয়েছে। তাই কাশ্মীরের আকাশে পাকিস্তানি যুদ্ধ বিমানের উড়ে যাওয়ার ছবি বারবার দেখা যাচ্ছে। কাশ্মীর নিয়ে দিল্লি বেশ চিন্তিত। আর তা প্রমাণ হয়ে গেল দিল্লিতে অজিত ডোভালের বৈঠকে। যেখানে দেশের সিডিএস থেকে সেনা প্রধানরা সকলেই হাজির ছিলেন। আর সাম্প্রতিককালে কাশ্মীর পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হয়। যেভাবে সাম্প্রতিককালে হাল না ছেড়ে দিয়ে ভারতীয় সেনা হিজবুল কমান্ডার রিয়াজ নাইকুকে খুঁজে বের করে নিকেশ করেছে, সেই অপরেশনের প্রশংসায় পঞ্চমুখ হন অজিত ডোভাল। এক্ষেত্রে কাশ্মীর পুলিশেরও প্রশংসা করেন তিনি আলাদা করে। পাশাপাশি নিরাপত্তা নিয়ে বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন প্রাক্তন এই গোয়েন্দা ।কাশ্মীরে যেভাবে নিজে থেকে দুটি নতুন জঙ্গি সংগঠন গড়ে উঠেছে,তাতে বেশ উদ্বিগ্ন দিল্লি। এই সংগঠনকে বাগে পেতে সেনা ও পুলিশকে স্থানীয়দের সঙ্গে আরও বেশি যোগাযোগ রাখার বার্তা দিয়েছেন অজিত ডোভাল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct