লকডাউনের বাজারে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নেমে পড়েছে মুনাফা লুঠতে। তাও আবার মানুষকে ধোঁকা দিয়ে। তেমনি এক অভিযোগ পাওয়া গেছে দক্ষিণ কলকাতার বিজয়গড়ের শ্রী কলোনি বাজারে। এক কসাই নাকি খাসির পরিবর্তে কুকুরের মাংস দিয়েছেন ক্রেতাদেরকে। কার্তিক পাল নামে কসাইয়ের দোকানের ভিতর কুকুর কওতে তা খাসির মাংস বলে চালানো হয় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা বলছে,, বৃহস্পতিবার কার্তিকবাবুর দোকানের শাটার যখন অর্ধেক নামানো ছিল তখন ভিতর থেকে কুকুরের চিৎকার শুনতে পান আশেপাশের কয়েকজন দোকানদার। তারা নজরদারি করতে থাকায় আরো লোক যার হয়। এরপর মাংসের দোকানের শাটার তুললে দেখা যায় দোকানের ভিতর থেকে মুখ ও পা বাঁধা অবস্থায় রয়েছে একটি কুকুর। তখন সন্দেহ হয়, খাসির মাংসেরনাম করে ওই কসাই কুকুরের মাংস বিক্রি করেছে। খবর পেয়েই নেতাজিনগর থানার পুলিশ সেখানে গিয়ে আটক করে ওই কসাইকে। যদিও, অভিযুক্ত কসাইয়ের দাবি,, খাবার দেওয়ার জন্য কুকুরটিকে দোকানের ভিতর নিয়ে গিয়ে বেঁধে রেখেছিলেন তিনি। সেক্ষেত্রে কেন তার পা ও মুখ বাঁধা হল তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct