লকডাউনের মধ্যে প্রেমিককে বিয়ে করতে প্রায় ৬০ কিলোমিটার পথ পায়ে হেঁটে গেলেন এক তরুণী! ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে। ১৯ বছরের ওই তরুণীর নাম চিটিকলা ভবানী। তার বাড়ি অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার হনুমান জংশন এলাকায়। তার প্রেমিক সাই পুন্নায়া। তিনি থাকেন এডেপল্লী গ্রামে। কৃষ্ণা জেলার হনুমান জংশন এলাকাটি এডেপল্লী থেকে ৬০ কিলোমিটার দূরে। অগত্যা, ভালোবাসার মানুষটির কাছে যেতে ওই দীর্ঘ রাস্তা পায়ে হেঁটে অতিক্রম করেন প্রেমিকা ভবানী। জানা গিয়েছে, এই দুজনের সম্পর্ক চার বছর আগে গড়ে ওঠে। সম্প্রতি উভয়ে নিজেদের সম্পর্কের কথা বাড়ির লোকজনকে জানান। তাদের কথা জানার পর বাড়ির লোকরা খুশি হননি। আপত্তি জানায় ভবানীর পরিবার। সাই পুন্নায়াকে তাদের পছন্দ হয়নি। এর পরই পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন এই প্রেমিক যুগল। সেই মতো সব পরিকল্পনা করে ফেলেন। কিন্তু বাঁধ সাধে করোনার ফলে তৈরি হওয়া লকডাউন। রাস্তা কঠিন হলেও পিছিয়ে আসেনি ভবানী। ঠিক করেন, শেষ করেই ছাড়বেন ভালোবাসার এই যাত্রা। তাই একদিন রওনা দেন বাড়ি থেকে। তার পর প্রায় ৬০ কিলোমিটার পথ পুরোটাই পায়ে হেঁটে পৌঁছান প্রেমিকের গ্রামে। সেখানে দেখা হয় দু'জনের। বিরহের অবসান হয়ে মিলন হয় যুগলের। শেষমেশ বিয়ে করে ফেলেন তারা।