ব্রাজিলের শীর্ষ ক্লাবের মধ্যে অন্যতম ফ্ল্যামেঙ্গো। এই ক্লাবে খেলেই বিশ্ব মাতানো বেশ কয়েকজন ফুটবলারের সৃষ্টি হয়েছে। বেবেতো, জিকো, রোনালদিনহোর মতো তারকা তাদের মধ্যে অন্যতম। সেই ক্লাবের ৩৮জন খেলোয়াড় আক্রান্ত হলেন করোনায়।
করোনা সংক্রমণ একটু কমতে থাকায় সবে মাত্র লকডাউনে অল্প শিথিকতা এনেছিল ব্রাজিল। সেটাই কাল হয়ে দাঁড়াল। এর ফলে মাত্র কয়েক দিনেই করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষ আট দেশের মধ্যে চলে এল ব্রাজিল।
এবার প্রবলভাবে করোনা হানা দিয়েছে ব্রাজিলের ফুটবল মাঠেও। দেশটির শীর্ষস্থানীয় ক্লাব ফ্ল্যামেঙ্গোর ৩৮ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। কয়েক দিন আগে ক্লাবটির খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা ও কর্মীসহ ২৯৩ জনের করোনা পরীক্ষা করা হয়। ফলে ৩৮ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এই ৩৮ খেলোয়াড়ের মধ্যে মূল একাদশের তিন ফুটবলার রয়েছেন বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
এ বিষয়ে শুক্রবার এক বিবৃতিতে ফ্ল্যামেঙ্গো বলেছে, করোনায় আক্রান্ত ফুটবলার, কর্মকর্তা ও কোচিং স্টাফদের সপরিবারে কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী পরীক্ষায় যাদের ফল নেগেটিভ আসবে, কেবল তারাই ক্লাবে ফিরতে পারবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct