দিল্লি সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ডঃ জাফরুল ইসলাম খানের বিরুদ্ধে যে অভিযোগে এফআইআর করা হয়েছে এবং তার বাড়িতে পুলিশ গিয়ে তাকে যেভাবে হেনস্তা করেছেন তার তীব্র নিন্দা করেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন গণ সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীরা।
মুসলিম নেতৃবৃন্দের অভিযোগ কেন্দ্রীয় সরকারের পুলিশের এই আচরণ শুধু সংখ্যালঘু বিরোধী নয়, বরং দেশের আইন ও সংবিধান বিরোধী। জনাব খান একজন দায়িত্বশীল, দেশপ্রেমী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। তাই সমাজের দায়িত্বশীল ব্যক্তিবর্গ সকলেই দিল্লি পুলিশের এই আচরণের তীব্র প্রতিবাদ করেছেন। তাদের দাবি অবিলম্বে জাফরুল ইসলাম খানের উপর থেকে এফআইআর প্রত্যাহার করতে হবে এবং দিল্লি রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান হিসেবে তাকে আত্মমর্যাদার সাথে কাজ করতে দিতে হবে।
শুক্রবার পশ্চিমবঙ্গের বিভিন্ন গণ সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় জাফরুল ইসলাম খানকে হেনস্থা, সিএএ বিরোধী আন্দোলনকারীদের গ্রেপ্তার ও পরিযায়ী শ্রমিকদের জীবনের করুণ অবস্থা নিয়ে সোচ্চার হন। এদিনের আলোচনায় সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, জামাতে ইসলামী হিন্দের প্রাক্তন রাজ্য সভাপতি মোঃ নুরুদ্দীন, আমানত ফাউন্ডেশনের কর্ণধার মোঃ শাহ আলম, জমিয়েতুল আইম্মা অল উলামার সভাপতি মুফতি ইমদাদুল্লাহ, আলিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক সাইফুল্লাহ, অধ্যাপক আব্দুল মাতিন, জমিয়তে আহলে হাদিস পশ্চিমবঙ্গের সম্পাদক ডা. আলমগীর সরদার, পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের সভাপতি সাজিদুর রহমান, সম্পাদক রাকিব হক,সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্পাদক হাফেজ নাজমুল আরেফীন, মাওলানা আনোয়ার হোসেন কাসেমী, জসিম মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন দেশ যখন করোনা নামক অতিমারীর বিরুদ্ধে লড়াই করছে তখন সিএএ বিরোধী আন্দোলনকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। এটা চরম অন্যায়।জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সকলেই তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। পরিযায়ী শ্রমিকদের জীবনে আজ যে করুন অবস্থা তৈরি হয়েছে তার জন্য সরকারকে দায়ী করে অবিলম্বে তাদের নিরাপদে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা দাবি জানান। সংশ্লিষ্ট সকল সরকারের কাছে তাদের দাবি করোনা বিপর্যয় মোকাবিলা করার ক্ষেত্রে বৈষম্যহীনভাবে সকলের প্রতি সমান আচরণ করতে হবে এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে সংখ্যালঘু ও দলিল সহ সকল দুর্বল শ্রেণীর নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct