পিতা আফতাব উদ্দিন। বয়স ৯০ বছর। বয়সের ভারে দৃষ্টি শক্তি হারিয়েছেন। অথচ একটা সময় শিক্ষার আলোয় আলোকিত করতেন মানুষের জীবন। ছিলেন একটি মাদ্রাসার শিক্ষক। শিক্ষার আলো জ্বালানো এ মানুষটি এখন অবহেলার শিকার। শুধু তা-ই নয়, শিকার চরম নিষ্ঠুরতার। তার ভর দেওয়া লাঠি দিয়েই একের পর এক আঘাত করা হয়েছে তাকে। সম্পত্তির লোভে আপন ছেলে মেরে রক্তাক্ত করেছেন তাকে। লক্ষীপুর জেলার রামগঞ্জ পৌর শহরের কাঠবাজার সড়কের একটি ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে।
জানা যায়, বৃদ্ধ আফতাব উদ্দিন দীর্ঘ ৪২ বছর সিনিয়র শিক্ষক হিসাবে রামগঞ্জ উপজেলার কচুয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় কর্মরত ছিলেন। তার নয় ছেলের মধ্যে চার ছেলে ঢাকা ও বিদেশে থাকে। আট নম্বর ছেলে বদরোদ্দৌজা (৩২)। তিনি রামগঞ্জ পাটবাজার দারুস সালাম জামে মসজিদের ইমাম। অন্ধ বাবা ও অসুস্থ মাকে নিয়ে পাটবাজারে এলাকাতেই থাকেন। বৃদ্ধ বাবা আফতাব উদ্দিন বলেন, ফজরের নামাজের পর বাড়ির সম্পত্তি তার নামে লিখে দেওয়ার কথা বলে আমার ছেলে বদরোদ্দৌজা। এ বিষয়ে আমি অন্য ছেলেদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়ার কথা বলার সাথে সাথে আমার হাতের লাঠি দিয়ে আমাকে মারধর করে। এ সময় অনেক অনুনয় বিনয় করেও রক্ষা পাইনি। আজ আমি ও আমার স্ত্রী সাহরী না করেই রোজা রেখেছি। মারধরের সময় আশেপাশের বাড়ির লোকজন এগিয়ে আসলে আমার ছেলে বদরোদ্দৌজা তাদেরকেও মারা জন্য তেড়ে যায়। মারধরের পর আহত আফতাব উদ্দিনকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বদরোদ্দৌজা মসজিদ কমিটির লোকজন তার নিকটাত্মীয় বলে পরিচয় দিয়ে স্থানীয়দের ভয় দেখায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct