এই মুহূর্তে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে মহামারি চলছে বিশ্বের সর্বত্রে। এই মারণ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলছে লকডাউন। করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। করোনা মানুষের মধ্যে এতটাই আতঙ্ক সৃষ্টি করেছে যে, বাড়ি থেকে বের হওয়ার আগে নিজেকে বাঁচাতে সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছেন সবাই।
প্রত্যেকেই সংক্রমণ এড়াতে প্রতিটি ছোট ছোট বিষয়ে সাবধানতা অবলম্বন করছেন। বাড়ি থেকে বের হ্ওয়ার আগে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং ফেরার পর জামা কাপড় পরিবর্তন করে তা ধুয়ে ফেলা ও হাত, পা, মুখ পরিষ্কার করা ইত্যাদি নিয়ম মেনে চলছেন সকলে। পাশাপাশি বিল্ডিংয়ের লিফট ব্যবহার করাও এড়িয়ে চলছেন। বিশেষজ্ঞদের মতে, লিফটের বোতাম থেকেও করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকে। তাই সাবধান হোন।লিফট ব্যবহারের পাশাপাশি আপনি যদি সিঁড়ি ব্যবহার করেন সেক্ষেত্রেও কিছু নিয়ম বিধি মেনে চলা আবশ্যক। সিঁড়ি ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে সিঁড়ির রেলিংগুলি যেন আপনার দ্বারা কোনওভাবে স্পর্শ না হয়। কারণ, এতে অজান্তে কোভিড-১৯ দ্বারা আক্রান্ত ব্যক্তি রেলিং স্পর্শ করে থাকলে তা থেকে আপনিও সংক্রামিত হতে পারেন। ভুলবশত আপনি রেলিং স্পর্শ করেন তাহলে কোথাও স্পর্শ না করে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। এবার দেখে নিন লিফট থেকে করোনা সংক্রমণ এড়াতে কী কী সতর্কতা অবলম্বন করবেন।
১. লিফটে ঢোকার আগে অবশ্যই মুখে মাস্ক পরবেন।
২. লিফটের গায়ে হেলান দিয়ে দাঁড়াবেন না।
৩. লিফটের বোতাম টেপার ক্ষেত্রে টিস্যু পেপার ব্যবহার করুন। সেটা যাতে আপনার শরীরের কোনও অংশে না লাগে, সেদিকে খেয়াল রাখুন। এরপর সেটি ঢাকনাযুক্ত ডাস্টবিনে ফেলে দিন।
৪. হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিন অথবা স্যানিটাইজার লাগান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct