করোনা ভাইরাস এখন মহামারির আকার ধারণ করেছে। তাই কঠোর করা হয়েছে লকডাউন। এই নিয়ে তিন দফায় লকডাউন মেয়াদ বেড়ে গিয়েছে। লকডাউন বিধিতে আপাতত বেসরকারি অফিস কাছারি বন্ধ। খোলা রয়েছে ব্যাংক সহ কয়েকটি জরুরি পরিষেবা। আর তাই টাকা তোলা কিংবা জমা দেওয়ার ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বেশি ভিড় জমছে এসবিআই ব্যাঙ্কের শাখায়। এই ব্যাংক এখন দেশের মধ্যে সর্ব বৃহৎ ব্যাংকিং চেন। এবার সেইব্যাঙ্কের কলকাতায় থাকা হেড অফিসে এক কর্মীর দেহে করোনা ভাইরাস ধরা পড়ায় পুরো অফিসটি বন্ধ করে দেওয়া হল। আর এই এসবিআই অফিসটাই হচ্ছে সেন্ট্রাল ক্লিয়ারিং অফিস। এখন থেকেই সব চেক ক্লিয়ার হয়। আগামী ১১ মে পর্যন্ত এই শাখা বন্ধ রেখে স্যানিটাইজেশন করার কাজ চলছে।
গত আট দশদিন ধরে এই শাখায় কর্মীরা কম এসে জীবাণুমুক্ত করার কাজ চলছিল। তার মধ্যে খবর আসে এক কর্মীর করোনা পজিটিভ হয়েছে। এর পর ওই শাখা বন্ধ করে দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct