লকডাউনের তৃতীয় দফায় পরিযায়ী শ্রমিকদের জন্য নিজ রাজ্যে ফেরার জন্য স্পেশাল শ্রমিক ট্রেনের ব্যবস্থা হয়েছে। অনেকে সেই ট্রেন পাওয়ার আগে থেকেই বাড়ির পথে হেঁটে রওনা দিয়েছেন। এমন একজন হলেন ২১ বছর বয়সী মহিলা সোনালী বুদারে। তার বাড়ি মহারাষ্ট্রের রত্নাগিরিতে। তবে তিনি ছিলেন মহারাষ্ট্রের নালাসাপোড়ায়। সেখান থেকে বাড়ির পথে প্রায় ২০০ কিমি হাঁটার পর কঙ্কন এলাকায় রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই মহিলা। প্রখর রোদ্দুর তিনি আর সহ্য করতে না পেরে বাড়ির প্রায় কাছাকাছি এসেই প্রাণ হারালেন। লকডাউনের মধ্যে পরিযায়ী শ্রমিকদের মৃতের তালিকায় আরো একটি নাম যোগ হল।
জানা গেছে, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ প্রভৃতি রাজ্যে প্রায় লাখ খানেক পরিযায়ী শ্রমিক আটকে আছেন। এখনো ওই সব রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা পায়ে হেঁটে বাড়ির পথে রওনা দিচ্ছেন। আর তার ফলে তাদের শরীর কষ্ট সহ্য করতে না পেরে রাস্তাতেই মৃত্যুবরণ করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct