মিগ বিমান নিয়ে অনেক আগে থেকেই অভিযোগ ছিল। অভিযোগ ছিল এই কারনে যে ভারতের বায়ু সেনার জন্য কেনা এই বিমানটি প্রায়শই মাঝ আকাশে ভেঙে পড়ে। তাই মিগ বিমান কেনা ভারত বন্ধ করে দিয়েছে। তবে যে মিগ বিমানগুলো রয়েছে সেগুলো আকাশে ওড়া এখন আর নিরাপদ বোধ হচ্ছে না। তার প্রমাণ শুক্রবার পাঞ্জাবের আকাশে বায়ুসেনার মিগ বিমান ভেঙে পড়া। এ সম্পর্কে ইন্ডিয়া টিভি নিউজ চ্যানেল জানিয়েছে, যুদ্ধ বিমান মিগ-২৯ বিমান নিয়ে ভারতীয় বায়ুসেনারা আকাশে ওড়ার পর সেটি ভেঙে পড়ে। তবে পাইলট অক্ষত রয়েছেন বলে জানা গেছে। যদিও মিগ ভেঙে পড়া নিয়ে এর বেশী কিছু বিস্তারিত পাওয়া যায়নি। বিশেষ করে বায়ুসেনার কোনো মৃত্যু হয়েছে কিনা।