করোনা ভাইরাসের সংক্রমণে দিশার অবস্থা দেশের। সব ধর্মের মানুষ একে অপরের সাহায্যে এগিয়ে আসবেন এটাই দেশের ঐতিহ্য। কিছু এলাকায় সাম্প্রদায়িক বিদ্বেষের কারণে মাইম ফল বা সবজি বিক্রেতাদের গ্রামে ধূমতে দেওয়ার ব্যতিক্রমী ঘটনা বাদ দিলে দুই সম্প্রদায়ের মেল বন্ধনের নানা নজির সামনে আসছে। ৩২ বছর বয়সী ইমরানা সাইফি নামীক তরুণী ইসলামীপশক বোরখা পরেই দিল্লির বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে করে বেড়াচ্ছেন। তিনি রোজা বা উপবাস করেই সারাদিন এই মহৎ জাজে ব্যস্ত। তার মধ্যে তিনি এক অসাধারণ কাজ করেছেন।
তিন সন্তানের জননী ইমরানা রোজা রেখেই জীবাণুনাশক-স্প্রে নিয়ে ঘুরছেন উত্তর দিল্লির প্রতিটি প্রান্ত। ধর্ম-বর্ণ পার্থক্য ভুলে তাকে এই কাজে সহযোগিতা করছেন স্থানীয় মন্দির ও গুরুদ্বার কমিটি। এরপর বোরখা পরে জীবাণুনাশক স্প্রে দিয়ে পরিষ্কার করলেন গোটা মন্দির।
স্থানীয়রা বলছেন বরাবরই মানবতার পক্ষে লড়াই করেন ইমরানা। মাস তিনেক আগে নাগরিকত্ব বিল নিয়ে যখন উত্তাল দিল্লি, তখনও ধর্মের ভেদাভেদ না রেখে আর্তদের পাশে এসে দাঁড়িয়েছিলেন ইমরানা সাইফি।
ইমরানা বলেন, এই সঙ্কটকালে আমরা মন্দির-মসজিদ ভেদাভেদ করছি না। যেখানেই দেখছি জীবাণুমুক্ত করার প্রয়োজন, ঢুকে পরে স্প্রে করে দিচ্ছি। এখনও পর্যন্ত কোনও মহল থেকে বাধা আসেনি। আমি ভারতের সম্প্রীতি বজায় রাখতে চাই। আমি দেখাতে চাই আমরা সবাই এক, একসঙ্গেই বাঁচতে চাই। তার এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়োচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct