অসমে নাগরিক পঞ্জী প্রকাশিত হয়েছে। মোট তিন কোটি ২৯ লক্ষ অসমবাসীর মধ্যে মাত্র ২ কোটি ৮৯ লক্ষ মানুষের নাম নথিভুক্ত হয়েছে। বাদ গেছে ৪০ লাখ মানুষের নাম যাদের বেশিরভাগ মুসলিম। যাদের নাম ১৯৫১ সালের ভোটার তালিকায় আছে কিংবা
১৯৭১ সালের ২৪ মার্চ বা তার আগে থেকে থাকার প্রমাণপত্র যারা দেখাতে পেরেছে তাদের নাম নথিভুক্ত হয়েছে। তবে নাম বাদ যাওয়ার জন্য অভিযোগ জানানোর শেষ তারিখ ৩০ আগস্ট।
যদিও উত্তর পূর্বাঞ্চলে স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব থাকা সত্যেন্দ্র গর্গ বলেছেন যাদের নাম এনআরসিতে নেই তাদেরকে ডিটেনশন ক্যম্পে এখন পাঠানো হবে না।