করোনা ভাইরাসের সংক্রমণ থেকে এখন নিস্তার পায়নি ইরান। তার মধ্যে ফের ধাক্কা খেল ইরান। বৃহস্পতিবার রাত ১২টা ৪৮ মিনিটে তেহরানের দামাভান্দ শহরে ৫.১ রিখটার স্কেলে ভূমিকম্প হল। এটির মূলকেন্দ্র ছিল ভূগর্ভের মাত্র ৭ কিলোমিটার গভীরে। এই ভূ-কম্পন কয়েক সেকেন্ডে স্থায়ী ছিল। রমজানের মধ্যে এই ভূমিকম্পে কেঁপে ওঠে শহরের ঘরবাড়ি। ফলে তেহরানের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং অনেকে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় কিংবা খোলা স্থানে আশ্রয় নেন।
এ ব্যাপারে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুর রেজা রাহমানি ফাজলি এ ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি নিরূপণের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তেহরান সিটি কর্পোরেশন এবং জরুরি ত্রাণ ও উদ্ধার বিভাগকে নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য,গত দুই বছরে এটি তেহরানে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ২০১৮ সালে তেহরানের নিকটবর্তী মালার্দ শহরে ৫.২ রিখটার সাজেলে ভূমিকম্প আঘাত হেনেছিল। গত এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হয় ২০১৭ সালের নভেম্বরে ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে। ৭ দশমিক ৩ মাত্রার ওই ভূমিকম্পে কয়েকশ মানুষ মারা যান।
তবে এবারের ভূমিকম্পে তেমন ক্ষতির কথা না জানা গেলেও তেহরান ও দামাভান্দ শহরে তড়িঘড়ি করে ঘর থেকে বের হতে গিয়ে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্ব তেহরান থেকে ৫৫ কিলোমিটার দূরে। ইউএসজিএস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ভূ-কম্পের মূল অবস্থান ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল ছিল ইরানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সক্রিয় আগ্নেয়গিরি দামাভান্দের দক্ষিণে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct