করোনাভাইরাসে প্রতিদিন চলছে মৃত্যুর মিছিলের মধ্যেও মানুষ ভালোবাসার পরিচয় দিতে ভোলেনি। এবার করোনা ভাইরাস ৬০ বছরের এক দম্পতির ভালোবাসার সাক্ষী হয়েছে। স্ত্রীর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর পর স্বামীও একই দিনে মারা গেলেন। স্ত্রী মেরির মৃত্যুর খবর জানার পর স্বামী বিল ডার্টনাল করোনার বিরুদ্ধে লড়াই না করেই স্বেচ্ছামৃত্যুর সিদ্ধান্ত নেন। অর্থাৎ তিনি তার অক্সিজেন মাস্কটি খুলে ফেলেন। তিনি সন্তানদের বলেন, তাদের মাকে ছাড়া তিনি বেঁচে থাকতে চান না। সাউথাম্পটন জেনারেল হাসপাতালে ৮১ বছর বয়সী স্ত্রীর মৃত্যুর পর ৯০ বছরের তার বৃদ্ধ স্বামী স্বেচ্ছায় মৃত্যু বরণ করে ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছেন। তারা দুইজনই ওই হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মিসেস ডার্টনালকে মার্চে যখন হাসপাতালে ভর্তি হন, তখন সাউথাম্পটনের হলিডে ইন হোটেলে একটি অস্থায়ী কেয়ার হোমে ছিলেন ৬৩ বছর আগে বিয়ে করা এ দম্পতি। তাদের মেয়ে রোজমেরি জানায়, মায়ের মৃত্যুর পর বাবা আর বেঁচে থাকতে চাননি। তারা এক সাথে একটি টিমের মতো ছিলেন। জীবনে সব দুঃখ-কষ্ট একসাথে পাড়ি দিয়েছেন। এখন মারাও গেলেন এক সাথে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct