করোনা নিয়ে চীন ও আমেরিকার টানাপোড়েন চলছেই। পাশাপাশি চীনের সমর্থক হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও কাঠগোড়ায় তোলা হচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে চীনের বিরুদ্ধে বার বার সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিযোগ, চীন করোনার সব তথ্য গোপন করার চেষ্টা করে গিয়েছে প্রথম থেকেই। চীনের ভুলেই আজকের গোটা বিশ্ব বিপদের সামনে দাঁড়িয়ে রয়েছে। শুধু তাই নয়, চীনের উহানের ল্যাবই যে করোনার উৎস্থল, তার প্রমাণ রয়েছে বলে দাবি করেন ট্রাম্প। করোনা নিয়ে এমন অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আমেরিকার কাছে যদি কোনও এ বিষয়ে প্রমাণ থাকে, তাহলে তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার হাতে তুলে দিক। এছাড়াও করোনা ভাইরাস নিয়ে চীনের বিরুদ্ধে সব অভিযোগকে খারিজ করে দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দিয়েছে, চিনের বিরুদ্ধে যে সব অভিযোগ, চক্রান্তের তত্ত্ব সামনে আনা হচ্ছে, তার কোনও যুক্তি ও প্রমাণ দেখাতে পারেনি আমেরিকা। আর সেই প্রমাণ যদি সত্যি হয় ও বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের কাছে সেই প্রমাণ হাতের সামনেই থাকে, তা অবিলম্বে প্রকাশ্যে আনা প্রয়োজন।