এই প্রথমবার পাকিস্তানের ইতিহাসে তাদের দেশের এয়ার ফোর্সের পাইলট পদে নিযুক্ত করা হয়েছে একজন হিন্দু যুবককে। রাহুল দেব নামের ওই যুবককে জেনারেল ডিউটি পাইলট হিসেবে নিযুক্ত করা হয়েছে পাকিস্তান এয়ারফোর্সে। জানা গিয়েছে, রাহুল দেব সিন্ধ প্রদেশের সবচেয়ে বড় জেলা থারপরকারের বাসিন্দা। সিন্ধ প্রদেশে অনেক হিন্দুদের বসবাস। এই বিষয়টি প্রকাশ পায় অল পাকিস্তান হিন্দু পঞ্চায়েত সেক্রেটারি রবি দাওয়ানির মুখ থেকে। সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই সিভিল সার্ভিস এবং সেনাবাহিনীতে কাজ করছেন। রবি দাওয়ানি মনে করেন, দেশ যদি সংখ্যালঘু সম্প্রদায়ের দিকে নজর দেয় তাহলে এরকম অনেক রাহুল দেব দেশের জন্য কাজ করতে প্রস্তুত। দেশে ডাক্তারদের মধ্যেও অনেকে হিন্দু কমিউনিটির অংশ। সরকার যদি সংখ্যালঘুদের প্রতি মনোযোগ দেয়, আগামী দিনগুলোতে আরও অনেকে এগিয়ে আসবেন। এছাড়াও পাকিস্তানের এয়ারফোর্সের বিভিন্নক্ষেত্রে হিন্দু, শিখ, খ্রিস্টানরা কাজ করছেন। তবে আনুষ্ঠানিকভাবে পাইলট পদে এই প্রথমবার কোনও হিন্দু ব্যক্তিকে চাকরি দেওয়া হল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct