মুম্বাইয়ে জুহুতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৭৪ বছরের এক বৃদ্ধের হাসপাতালের বিল হল ১৮ লাখ টাকা। ওই রোগী মৃত্যুর আগে ১৫ দিন ছিলেন হাসপাতালের আইসিইউ চিকিৎসাধীন। এ জন্য তার পরিবারের হাতে ১৬ লাখ টাকা বিল ধরিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, সম্প্রতি মুম্বাইয়ের জুহুর বেসরকারি নানাবতী হাসপাতালে করোনা আক্রান্ত মুম্বাইয়ের সান্তাক্রজ এলাকার এক বৃদ্ধ ভর্তি হন। গত ৩১ মার্চ তাকে সংকটাপন্ন অবস্থায় নানা-বতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিলে তাকে আইসিইউতে রাখা হয়। গত ১৫ এপ্রিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ তার পরিবারের কাছ থেকে আইসিইউ'র ভাড়া বাবদ ১৬ লাখ টাকা বিল নেয়। মৃত বৃদ্ধের ছেলের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ শুধু কোভিড চার্জ নিয়েছে ২ লাখ ৮০ হাজার টাকা। এ ছাড়া ওষুধ ও আইসিইউ'র ভাড়া নিয়েছে ৮ লাখ ৬০ হাজার টাকা। অন্যান্য বিল ধরেছে ৪ লাখ ৬০ হাজার টাকা। যার মধ্যে বাবার মৃতদেহ হাসপাতাল থেকে শ্মশানে নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সের ভাড়া ধরা হয়েছিল ৮ হাজার টাকা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct