করোনা ভাইরাস সংকট মোকাবিলায় ফিলিস্তিনে আগামী ৫ জুন পর্যন্ত জারি হল জরুরি অবস্থা। এই বিষয়টি নিশ্চিত করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। করোনা ভাইরাস প্রতিরোধে দু’মাস আগে প্রথম জরুরি অবস্থা ঘোষণা করা হয় ফিলিস্তিনে। এই সময় জরুরি প্রয়োজন ছাড়া বাড়িতেই থাকতে বলা হয় ওই অঞ্চলের বাসিন্দাদের। পাশাপাশি ইসরায়েল ও জর্দানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। এবার আব্বাস নিয়ন্ত্রিত অঞ্চলে জরুরি অবস্থার সময়সীমা ৫ জুন পর্যন্ত বাড়ানো হল। বিপর্যস্ত অর্থনীতি রক্ষায় গত মাসে ফিলিস্তিনে লকডাউনের বিধিনিষেধ শিথিল করে কিছু ব্যবসা চালু করার সুযোগ দেওয়া হয়। রবিবার প্রায় লাখো ফিলিস্তিনি শ্রমিককে ইসরায়েলে ফের কাজ করার অনুমতি দেয় আব্বাস প্রশাসন। তবে মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান এবং সব ধরনের জনসমাবেশ বন্ধ থাকবে। ফিলিস্তিনে এখন পর্যন্ত ৩৪৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে এবং পশ্চিম তীর অঞ্চলে মারা গিয়েছেন দু’জন। ওই অঞ্চলে ৩০ লাখ ফিলিস্তিনি বাস করেন। গাজায় হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনি অঞ্চলে ১৭ জন রোগী শনাক্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct