করোনা থেকে বিশ্বজুড়ে নিস্তার পাচ্ছে না মানুষ। এবার সেই করোনা থাবা মারছে পশু ও ফলের মধ্যেও! তাই মানুষ যে পশুর মাংস বা ফলমূল খাবে তাতে ভয় ঢুকে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকায় টেস্ট করার পর দেখা যাচ্ছে ছাগল, এমনকি পেঁপেও নাকি করোনা পজিটিভ! টেস্টিং কিটের পরীক্ষায় দাবি এমনটাই! আর এরপরেই টেস্টিং কিটগুলিকে ত্রæটিপূর্ণ বলে জানিয়ে দিল তানজানিয়া। গত রোববার এ ঘোষণা করেন আফ্রিকার দেশ তানাজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি।
তানজানিয়ায় উত্তর-পশ্চিমের চাটোতে একটি ইভেন্ট চলাকালীন মাগুফুলি জানিয়েছেন, এই কোভিড -১৯ টেস্টিং কিট বিদেশ থেকে আমদানি করা হয়েছিল। যদিও এ ব্যাপারে আর বেশি কিছু তিনি জানাননি।
প্রেসিডেন্ট দেশটির সিকিউরিটি ফোর্সকে কিটের মান পরীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন। সিকিউরিটি ফোর্স এলোমেলোভাবে পেঁপে, ছাগল এবং একটি ভেড়াসহ বেশ কয়েকটি জিনিস ও প্রাণীর ওপর পরীক্ষা চালায়। যখন সেই সংগৃহীত নমুনাগুলো টেস্টিং ল্যাবে পাঠানো হয়, তখনও ওই নমুনার উৎস সম্পর্কে কোনও কথাই জানানো হয়নি ল্যাবকে। তবে ভারতে এ ধরনের কোনো নমুনা পাওয়া যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct