শুরু হয়ে গেল কালবৈশাখীর দাপট। এই দাপট চলবে আগামী রোববার পর্যন্ত। রাজ্যে কালবৈশাখী ও বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর। রাজ্যের আবহাওয়া দফতর সূত্র জানিয়েছে, দক্ষিণবঙ্গের কয়েক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টি থেকে বাদ যাবে না কলকাতাও।
কলকাতায় সকাল পর্যন্ত বৃষ্টিপাত ৪২.৬ মিমি। সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে স্বাভাবিকের ৪ডিগ্রি নিচে। ২১.৮। সর্বনিম্ন তাপমাত্রা ঠকবে ২৫এর আশেপাশে।সর্বোচ্চ আজ ৩২ডিগ্রির আশেপাশে থাকবে। গতকাল ছিল ৩৫ডিগ্রি।
একটি অক্ষরেখা পূর্ব বিহার থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে ঢুকছে জলীয়বাষ্প। ঝাড়খন্ড অঞ্চলে কিয়ামুলোনিম্বস মেঘ তৈরি করে কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি করছে।
দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা প্রবল ।৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা । ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ 24 পরগনা হাওড়া হুগলি এবং কলকাতাতে।
রবিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে।
দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অবস্থান করছে। আগামী চার দিন ওই এলাকাতেই অবস্থান করবে নিম্নচাপ। আপাতত ঝড়ের কোন সতর্কবার্তা দেয়নি আবহাওয়া দফতর। আন্দামান এলাকায় নিম্নচাপের উপর নজর রাখছে আবহাওয়া দফতর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct