করোনা ভাইরাসে প্রতিদিনই বিশ্বে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসের উৎপত্তি নিয়েও চলছে নানা বিতর্ক। চীনের উহানের ল্যাবে নোভেল করোনা ভাইরাস তৈরি হয়েছে বলে যে জল্পনা ছড়িয়েছে, এবার সেই অবস্থান থেকে সরে এল আমেরিকার গোয়েন্দা বিভাগ। এদিন তারা জানিয়ে দিল, করোনা ভাইরাস মানুষের তৈরি নয়। এক বিবৃতিতে আমেরিকার ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স জানিয়েছে, দেশের গোটা গোয়েন্দা বিভাগ পরিস্থিতির উপর নজর রেখেছে। বিজ্ঞানসম্মতভাবে ভাইরাসটি নিয়ে তথ্য সংগ্রহ করার পর জানা গিয়েছে, কোভিড-১৯ মানুষের তৈরি নয় বা জিনগতভাবে কোনও পরিবর্তন ঘটানো হয়নি। করোনা ভাইরাস ছড়ানো নিয়ে চীনকে সম্প্রতি হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ট্রাম্পের বক্তব্যের কয়েক ঘণ্টা পরই মার্কিন গোয়েন্দা বিভাগ এমন তথ্য তুলে ধরেছে। আমেরিকার ‘অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স’ জানায়, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এত দিন ধরে তদন্ত করে এই সিদ্ধান্তে এসেছে যে, করোনা ভাইরাস মানুষের তৈরি নয় বা জিনগত ভাবে এর কোনও পরিবর্তন ঘটানো হয়নি। যদিও ভবিষ্যতে গোয়েন্দারা এই ভাইরাসের উৎস নিয়ে তদন্ত করে যাবেন বলে জানানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct