আমেরিকা থেকে ব্রিটেন, চীন থেকে ভারত, বিশ্বের বিভিন্ন প্রান্তে কমপক্ষে ৮০টি গবেষণাগারে চলছে করোনার ভ্যাকসিন অনুসন্ধানের গবেষণা। এরই মধ্যেই চীনের একটি নামী সংস্থা সিনোভাক দাবি করেছে, তারা করোনার ভ্যাকসিন তৈরি করে ফেলেছে। এখন ছাড়পত্রের অপেক্ষায় তারা। ছাড়পত্র পেয়ে গেলেই বিপুল পরিমাণে ভ্যাকসিনের উৎপাদন শুরু হয়ে যাবে। তাদের আরও দাবি, তাদের গবেষণাগারে প্রস্তুত ভ্যাকসিনই করোনা ঠেকাতে কার্যকর হবে। তাই দেরি না করে শীঘ্রই বেশি পরিমাণে উৎপাদন শুরু করতে চায় চীনা এই প্রতিষ্ঠান। সিনোভাকের দাবি, বানরের শরীরে অভূতপূর্ব সাড়া মিলেছে এই ভ্যাকসিনের। করোনা বিপর্যয়ে চারটি সংস্থার তৈরি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে চীন। তার একটি সিনোভ্যাক বায়োটেকের। বানরের পর মানব শরীরেও পরীক্ষার কাজ শুরু হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct