বছর খানেক আগেই আমাদের দেশে চালু হয়েছে ফোর-জি ইন্টারনেট সুবিধা। কিন্তু এর মধ্যেই বিশ্বে আলোচনা শুরু হয়ে গেছে পঞ্চম প্রজন্মের ইন্টারনেট বা ফাইভ জি নিয়ে। যেখানে বর্তমানের তুলনায় ১০ থেকে ২০ গুণ বেশি গতির ইন্টারনেট পাওয়া যাবে।
ফাইভ জি আসলে কি?
পঞ্চম জেনারেশন ইন্টারনেটকে সংক্ষেপে নাম ফাইভ জি; যেখানে আমরা অনেক দ্রুত গতিতে ইন্টারনেট থেকে তথ্য ডাউন লোড এবং আপলোড করতে পারবো।
এটি আসলে রেডিও তরঙ্গের ব্যবহার আরো বেশি নিশ্চিত করবে এবং একই সময় একই স্থানে বেশি মোবাইল ইন্টারনেটের ব্যবহার এর সুবিধা নিতে পারবে।
কিন্তু এটি আমাদের জন্য কি অর্থ বহন করছে?
‘এখন আমরা আমাদের স্মার্টফোন দিয়ে যাই করি না কেন, ফাইভ জি হলে তা আরো দ্রুত গতিতে এবং ভালোভাবে করতে পারবো,’ বলছেন মোবাইল তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান ওপেন সিগন্যালের কর্মকর্তা ইয়ান ফগ।
এমন অনেক নতুন সেবা আসবে, যা আমরা এখনো ভাবতে পারছি না। হয়তো ড্রোনের মাধ্যমে গবেষণা হবে এবং অগ্নি নির্বাপণে সহায়তা করবে। অনেকে মনে করেন, চালক বিহীন গাড়ি, লাইভ ম্যাপ এবং ট্রাফিক তথ্য পড়ার জন্যও ফাইভ জি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
মোবাইল গেমাররা আরো বেশি সুবিধা পাবেন। ভিডিও কল আরো পরিষ্কার হবে। সহজেই ও কোনরকম বাধা ছাড়াই মোবাইলে ভিডিও দেখা যাবে।
ফোর জির তুলনায় কি অনেক আলাদা?
অবশ্যই অনেক আলাদা একেবারে নতুন একটি রেডিও প্রযুক্তি। কিন্তু প্রথমেই হয়তো দ্রুত গতি পাওয়া যাবে না। কারণ নেটওয়ার্ক অপারেটররা ফোরজি নেটওয়ার্ককে ফাইভ জিতে বাড়িয়ে গ্রাহকদের আরো উন্নত সেবা দিতে চাইবেন।
এটির গতি কি হতে পারে?
আশা করা হচ্ছে যে, এই নেটওয়ার্কেই ১ গিগাবাইট পার সেকেন্ড গতি একসময় দেয়া যাবে। চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম বলছে, জিফোর জি থেকে ফাইভ জি ১০ থেকে ২০গুণ বেশি গতি দিতে পারে।
কখন এই সেবা আসতে পারে?
বেশিরভাগ দেশ ২০২০ সাল নাগাদ ফাইভ জি সেবা চালু করতে চায়। তবে কাতারের ওরেডো কোম্পানি জানিয়েছে, তারা এর মধ্যেই বাণিজ্যিকভাবে সেবাটি চালু করেছে।
সামনের বছর ফাইভ জি চালু করতে চায় দক্ষিণ কোরিয়া। ২০১৯ সালে এই সেবা চালু করতে চায় চীনও।
এজন্য কি আমার নতুন ফোন দরকার হবে?
সম্ভবত। তবে ২০০৯/১০ সালে যখন ফোর জি প্রযুক্তি চালু হয়, তার আগেই মোবাইল কোম্পানিগুলো এর উপযোগী ফোন নিয়ে বাজারে এসে গিয়েছিল।
ইয়ান ফগ বলছেন, এবার হয়তো কোম্পানিগুলো সেই কাজ করবে না। সামনের বছর নাগাদ হয়তো তারা ফাইভ জির উপযোগী করেই ফোন বাজারে আনবে, তবে এসব ফোন ফোর জিতেও কাজ করতে পারবে।
এটা কি ব্রডব্যান্ড এর সমাপ্তি ঘটাবে ?
এককথায় বলা চলে, না। আবাসিক এবং অফিসগুলো আরো অনেক বছর ধরে ফিক্সড ব্রডব্যান্ড লাইনের ওপর নির্ভর করবে। কারণ এখনো অনেকই মনে করেন, তারের মাধ্যমে স্থিতিশীল ইন্টারনেট পাওয়া যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct