দেশজুড়ে বিভিন্নভাবে খবর পাওয়া যাচ্ছে যে করোনা পরিস্থিতিতে অনেক জায়গায় মুসলিমদের প্রতি বৈষম্য করা হচ্ছে। কেউ কেউ মুসলিম ফল বিক্রেতাদের কাছ থেকে কিনতে বারণ করছেন, কেউ মুসলিম সবজি বিক্রেতাকে গ্রাম ছাড়ার নিদান দিচ্ছেন। এই সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো ভূমিকায় বেশিরভাগ সময় দেখা যাচ্ছে কেন্দ্রের শাসক ফল বিজেপির নেতা বিধায়কদের। যদিও তা মানতে চাইছেন না কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে এক সাক্ষাৎকারে টি ই দাবি করেছেন, দেশজুড়ে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের প্রতি সাম্প্রদায়িক বিদ্বেষ দেখানো হচ্ছে বলে যে চিত্র তুলে ধরা হচ্ছে তা ফেক নিউজ। দেশের কোথাও করোনার কারণে মুসলিমদের প্রতি ঘৃণ্য মনোভাব কেউ দেখাচ্ছে না। এসব ফেক নিউজের মাধ্যমে দেখানো হচ্ছে কেন্দ্রীয় সরকারকে কালিমালিপ্ত জারার জন্য। এমনকি, মুসলিম ফল বা সবজি বিক্রেতাদের গ্রাম ছাড়ার হুমকি দেওয়ার ভিডিও ফেক বলেও দাবি করেন তিনি। তার দাবি, দেশে মুসলিমরা খুব সম্মানের সাথে আছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct