অবশেষে পরিযায়ী শ্রমিকদের ট্রেনে করে বাড়ি ফেরানোর পালা শুরু হয়েছে। বিভিন্ন রাজ্যে স্টকে পড়া পরিযায়ী শ্রমিকরা নিজ রাজ্যে ফেরার সুযোগ পেলেও ট্রেনের ভাড়া নিয়ে স্বস্তিতে নেই। কারন, ট্রেনের টিকিটের ভাড়া তাদেরকেই মেটাতে হবে। কেন্দ্রীয় সরকার তাদের বাড়ি ফেরার জন্য ট্রেন ভাড়া দেবে না। বরং অতিরিক্ত পঞ্চাশ টাকা দিতে হবে। অথচ যারা বিদেশে আটকে ছিল তাদেরকে ভারত সরকার নিজের খরচে দেশে ফিরিয়েছে। কিন্তু যারা খেতে খাওয়া মানুষ, তাদের নিজের রাজ্যে ফেরানোর জন্য এক কানা কড়িও খরচ করবে না কেন্দ্র। তাই বিরোধী দলগুলি ইতিমধ্যে কেন্দ্রের সমালোচনায় মুখর হয়েছে। আটকে থাকা পরিযায়ী শ্রমিকরা বেজায় বিপাকে। দীর্ঘদিন লকডাউনের ফলে তাদের টাকা শেষ। ধারটার করে কোনো রকমে অনেকে টিকিটের ব্যবস্থা করলেও অনেকেই পয়সার অভাবে ট্রেনের টিকিট কাটতে পারছে না। তাদের জন্য সুখবর, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, সে সব পরিযায়ী শ্রমিক টাকার অভাবে টিকিট কাটতে পারছে না তাদের টিকিট কাটার টাকা বহন করবে কংগ্রেস। কংগ্রেস তাদের ট্রেনের টিকিটের টাকা দিয়ে দেবে বাড়ি ফেরানোর জন্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct