করোনা ভাইরাসে সারা বিশ্বে ৩৪ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আর মৃত্যুর হিসাব ২ লাখ ৪০ হাজারের বেশি। এদিন বোমা ফাটিয়ে চীন সরকারের পাশে দাঁড়িয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দিল, করোনা প্রতিরোধে বিশ্বের প্রতিটা দেশ পর্যাপ্ত সময় পেয়েছে। কিন্তু কেউ তা কাজে লাগায়নি। একমাত্র চীন ছাড়া। ডব্লিউএইচও মহাপরিচালক তেদ্রোস আধানম ঘেব্রেইয়েসাসের দাবি, করোনা মোকাবিলার ক্ষেত্রে তারা সময় নষ্ট করেনি। এ ভাইরাসকে যখন তারা মহামারি ঘোষণা করেছিল তখন এটি ঠেকাতে চীন ছাড়া বিশ্বের বাকি দেশগুলো যথেষ্ট সময় পেয়েছিল।ওই সময় চীনের বাইরে আক্রান্তের সংখ্যা ছিল ৮২ এবং কোনো মৃত্যু ছিল না। অথচ তিন মাসের ব্যবধানে সারা বিশ্বে ৩৪ লাখের বেশি মানুষ আক্রান্ত এবং ২ লাখ ৪০ হাজার মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে। ভাইরাসটির তীব্রতা আমলে না নেওয়ার অভিযোগে তেদ্রোস বলেছেন, মহামারি ঘোষণার আগে তারা ভাইরাস সম্পর্কে আরো জানতে চীনে গিয়েছিলেন। করোনার উৎস খুঁজতে চেয়েছিলেন।