করোনা আতঙ্কের মাঝখানে এবার ভয়াবহ ভূমিকম্পে জাপান কেঁপে উঠতে পারে বলে জানা গিয়েছে।বিজ্ঞানীরা বলছেন, ৯ মাত্রার ভূমিকম্প লন্ডভন্ড হতে পারে টোকিওসহ একাধিক শহর। জারি হতে পারে সুনামি সতর্কতা। সূত্রে খবর, এই ভয়াবহ ভূমিকম্পে ১০০ ফুট উঁচু ঢেউ উঠতে পারে। জাপানের পূর্ব উপকূলে এই সুনামি আছড়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। গবেষকরা জাপানের উত্তর পূর্ব উপকূল থেকে মাটির নমুনা নিয়ে পরীক্ষা করেছেন। পরিসংখ্যান বলছে প্রতি ৩০০ থেকে ৪০০ বছর পরে জাপানে বিশাল মাত্রার সুনামি হয়। শেষ এই সুনামি হয়েছিল ১৭০০ শতকে। তবে ঠিক কবে বা কখন এই সুনামি আসবে, তা বলতে পারেননি গবেষকরা। বিজ্ঞানীরা জানাচ্ছেন যদি ভূমিকম্প হয় ও সুনামি আসে, তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে হোক্কাইডো দ্বীপের এরিমো শহর ও মিয়াকো শহর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct